C Program To Print On Screen
এই প্রোগ্রামটি আমার জীবনের প্রথম C প্রোগ্রাম। এটি কম্পিউটারের স্ক্রিনে 'Hello World!' প্রিন্ট করে। এই প্রোগ্রামের কোডে #include হচ্ছে একটি প্রি-প্রসেসর ডিরেক্টিভ। এটি সি কম্পাইলারকে ফাইল ইনক্লোড করার নির্দেশ দেয়। আর এক্ষেত্রে সিস্টেম ফাইল হচ্ছে stdio.h । কম্পাইলারটি জানে এটি একটি সিস্টম ফাইল, এটিকে < > (enclosed in) কারেক্টারের মধ্যে রাখতে হয়। এখানে <stdio.h> Standard Input Output হেডার ফাইলটি ব্যবহার করা হয়েছে printf() এবং scanf() ফাংশনের জন্য। printf() কম্পিউটারের স্ক্রিনে আউটপুট প্রদান করে। আর এক্ষেত্রে main() হচ্ছে একটি স্পেশাল ফাংশন। যখনই প্রোগ্রামটি ব্যবহার করা হয় এই main() ফাংশনটি প্রথমেই রান করে। প্রত্যেকটি ফাংশন শুরু করতে হয় { ব্রাকেটের মাধ্যমে এবং শেষ করতে হয় } ব্রাকেটের মাধ্যমে। এবং আমাদের প্রয়োজনীয় সকল কোড এই { } (brace) -এর ভিতরেই লিখতে হয়। \n (New line) কার্সরকে পরবর্তী লাইনের প্রথমে স্থাপন করে। নিচের প্রোগ্রামটি দেখলে ধারণা আরও ক্লিয়ার হবে, ইনশাআল্লাহ।
♣ Try it Out ::
#include<stdio.h> int main() { printf("Hello World!\n"); int x; scanf("%d", &x); return(0); }
♣ Output ::
Hello World!
♣ Downloads ::
Comments
Post a Comment