How To Update Your Bolgger Interface

ব্লগার তাদের নতুন ব্লগার ইনটারফেইস চালু করেছে। প্রায় ২ মাস পূর্বে ব্লগার জানিয়েছিল যে তাদের নতুন ব্লগার ইনটারফেইস শুধুমাত্র সকল ড্রাফট ইউজাররা ব্যবহার করতে পারবেন। কিন্তু পরবর্তীতে ব্লগার জানিয়েছে যে সকল ইউজার অর্থাৎ - http://www.blogger.com এবং http://draft.blogger.com উভয়ই এই সুবিধা উপভোগ করতে পারবেন।

ধাপ – ১ : আপনার ব্লগার একাউন্টে প্রবেশ করুন।

ধাপ – ২ : আপনার ব্লগার ডেসবোর্ডে উপরের ডানদিকের ন্যাভিগেশন মেনুর ঠিক নীচে Try the updated Blogger interface নামের একটি লিংক দেখতে পাবেন, এই লিংকটিতে ক্লিক করুন।

ধাপ – ৩ : একটি পপ-আপ স্ক্রিন দেখতে পাবেন। এখন Try it now বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার পুরাতন ব্লগার ইনটারফেইসটি নিচের ছবিটির মতন ইনটারফেইস ধারণ করবে।

যদি আপনি আপনার পুরাতন ব্লগার ইনটারফেইস-এ সুইচ ব্যাক করতে চান, আপনি সেটিও করতে পারবেন। ধন্যবাদ ।।

Comments

Popular posts from this blog

C++ :: Topological Sort Algorithm (using DFS)

How to Hack Facebook Account

C++ :: Strongly Connected Components Algorithm (SCC)