C Program To Turn Off Or Shutdown Your Computer
এই C প্রোগ্রামটি চালু করলে প্রথমে, এটি আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি আপনার কম্পিউটার বন্ধ করতে চান? । যদি 'Y' ইনপুট করেন তাহলে, আপনার কম্পিউটারটি ৩০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখানে stdlib.h সিস্টেম ফাইলটি ব্যাবহার করা হয়েছে executable ফাইল shutdown.exe চালু করার জন্য। যা Windows-XP অপারেটিং সিস্টেমে C:\WINDOWS\system32 এই লকেশনে থাকে। আপনি যদি চান, তাহলে shutdown.exe ফাইলটি execute করার সময় বিভিন্ন অপশন ব্যবহার করতে পারেন যেমন, -s অপশনটি ৩০ সেকেন্ড পর কম্পিউটারটি বন্ধ করে। আপনি ইচ্ছে করলে সিস্টেম ফাংশনের shutdown -s আর্গুমেন্টটি shutdown -s -t 0 দ্বারা পরিবর্তীত করে ০ সেকেন্ডের মধ্যে কম্পিউটারটি বন্ধ করতে পারবেন। আর যদি কম্পিউটারটি Restart করতে চান, তাহলে আর্গুমেন্ট হিসেবে টাইপ করুন shutdown -r ।
♣ Try it Out ::
#include<stdio.h> #include<conio.h> #include<stdlib.h> main() { char ch; printf("Do you want to shutdown your computer now (y/n) "); scanf("%c",&ch); if( ch == 'y' || ch == 'Y' ) system("C:\\WINDOWS\\System32\\shutdown -s"); return(0); }
♣ Output ::
Do you want to shutdown your computer now (y/n) " যদি আপনি 'y' প্রেস করেন তাহলে, আপনার কম্পিউটারটি ৩০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার উইন্ডোজটি C ড্রাইভে না থাকে তাহলে, এটি আপনাকে জানাবে যে, 'The system cannot find the path specified' আর যদি 'n' প্রেস করেন তাহলে, প্রোগ্রামটি টারমিনেইট হয়ে যাবে। "
♣ Downloads ::
Comments
Post a Comment